শেষ দিনে দুপুর ১২টা পর্যন্ত ইসিতে আরও ৪০ আপিল আবেদন

0
শেষ দিনে দুপুর ১২টা পর্যন্ত ইসিতে আরও ৪০ আপিল আবেদন

সারাদেশের রিটার্নিং অফিসারদের মনোনয়নপত্র বাতিল ও গ্রহণ আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদনের সময় আজ শেষ হচ্ছে।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত আগারগাঁওয়ে প্রধান কার্যালয়ে স্থাপিত আপিল কেন্দ্রে মোট ৫০৯টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট ৪০ জন আপিল করেছেন। এর আগে গত চারদিনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট আপিল আবেদন জমা পড়েছে ৪৬৯টি।

কেন্দ্রীয় আপিল বুথ থেকে কর্মকর্তারা জানান, বিকেল ৫টা পর্যন্ত এ আপিল আবেদন জমা নেওয়া হবে। যারা আপিল করেছেন, তাদের মনোননয়ন পত্র বাতিল হওয়ার কারণ- ঋণ খেলাপি, শিক্ষা সনদ না থাক, কারো কারো সমর্থকের স্বাক্ষর বা ভোটার নম্বর নেই, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এক শতাংশ স্বাক্ষর নেই অনেকের। আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পাওয়ার চেষ্টা করছেন তারা।
৫ জানুয়ারি আপিল আবেদন শুরু হয়েছে।

আগারগাওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে স্থাপিত ১০টি বুথে এসব আপিল আবেদন গ্রহণ করা হচ্ছে। বুথগুলো হলো-বুথ নম্বর-১ খুলনা অঞ্চল, বুথ নম্বর-২ রাজশাহী অঞ্চল, বুথ-৩ রংপুর অঞ্চল, বুথ-৪ চট্টগ্রাম অঞ্চল, বুথ-৫ কুমিল্লা অঞ্চল, বুথ-৬ সিলেট অঞ্চল, বুথ-৭ ঢাকা অঞ্চল, বুথ ৮ ময়মনসিংহ অঞ্চল, বুথ ৯ বরিশাল অঞ্চল এবং বুথ-১০ ফরিদপুর অঞ্চল।

শনিবার ১০ জানুয়ারি থেকে যাচাই-বাছাই চলবে। এরপর ১৯ জানয়ারি শুনানি অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here