সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২২ জুন) পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।
বৃহস্পতিবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিসইএক্স ৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩১৯ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৭২ ও ২১৮৭ পয়েন্টে অবস্থান করছে।
আজ লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো, জেমেনী সী ফুড, মেঘনা লাইফ, আইটিসি, ট্রাস্ট ইসলামী লাইফ, বিএসসি, ইস্টার্ন হাউজিং, সিমট্রেক্স, খান ব্রাদার্স, নাভানা ফার্মা, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ও জেনেক্স।