তিন ম্যাচের সিরিজের শেষ ম্যাচে সোমবার (১৮ মার্চ) শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচের আগে অনুশীলন করতে গিয়ে চোটে পড়েছেন টাইগার পেসার তানজিম হাসান সাকিব। যে কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি।
রবিবার চট্টগ্রামে অনুশীলন করতে গিয়ে চোট পান সাকিব। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে তৃতীয় ম্যাচে খেলতে পারবেন না তিনি। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
দ্বিতীয় ম্যাচে সাকিব পান এক উইকেট। যদিও দলের বাকিদের মধ্যে সবচেয়ে বেশি রান (৬৫) খরচ করেন তিনি। বাংলাদেশ ম্যাচটি হারে ৩ উইকেটে।