হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের নেপিয়ারের ম্যাকলিন পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায়।
এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চান ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগের দুই ম্যাচে বড় ব্যবধানেই হেরেছে টাইগাররা।
পেসাররা বাড়তি সুবিধা পাওয়া ম্যাকলিন পার্কে বাংলাদেশের অতীত রেকর্ড সুখকর নয়। মান বাঁচানোর ম্যাচে বাংলাদেশের একাদশে আসতে পারে পরিবর্তন। প্রথম দুই ম্যাচ একাদশে সুযোগ না পাওয়া তানজিদ তামিম শেষ ম্যাচের একাদশে দলে সুযোগ পেতে পারেন। আর সেটি হলে বাদ পড়তে পারেন লিটন দাস। প্রথম ম্যাচে ভালো করায় তৃতীয় ওয়ানডেতে আরেকটি সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে বিজয়ের।
টাইগারদের সম্ভাব্য একাদশ : তানজিদ তামিম, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তানজিম সাকিব, রিশাদ হোসেন/আফিফ হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।