শেষ ওভারে মাদুশঙ্কার হ্যাটট্রিকে শ্রীলঙ্কার নাটকীয় জয়

0
শেষ ওভারে মাদুশঙ্কার হ্যাটট্রিকে শ্রীলঙ্কার নাটকীয় জয়

শ্রীলঙ্কার দেওয়া ২৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ঠিক পথেই ছিল জিম্বাবুয়ে। শেষ ওভারে ১০ রান নিতে পারলেই ম্যাচে জয় নিশ্চিত হতো তাদের। তবে এমনটা হতে দেননি শ্রীলঙ্কার দিলশান মাদুশঙ্কা। শেষ ওভারের প্রথম তিন বলে হ্যাটট্রিক তুলে নিয়ে লঙ্কানদের ৭ রানের নাটকীয় জয় এনে দিয়েছেন তিনি। এতে করে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা।

বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের। শূন্য রানেই ২ উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর দলের হাল ধরেন শন উইলিয়ামস ও বেন কারান। এই দুজনের ১১৮ রানের জুটিতে ভালো ভিত পায় জিম্বাবুয়ে। উইলিয়ামস হাফ সেঞ্চুরি তুলে নিয়ে ফেরেন ৫৭ রান করে।

কারান খেলেছেন ৯০ বলে ৭০ রানের ইনিংস। এরপর একপ্রান্ত আগলে রেখে প্রায় সেঞ্চুরি তুলে নিয়েছিলেন সিকান্দার রাজা। তিনি ৮৭ বলে ৯২ রান করে ফেরেন। ইনিংসের শেষ ওভারের প্রথম বলেই রাজা সুইপ করতে গিয়ে বোল্ড হয়ে বসেন। এরপরই খেই হারিয়ে ফেলে জিম্বাবুয়ে।

পরের বলে ব্র্যাড ইভান্স ফেরেন শর্ট ফাইন লেগে আশিথা ফার্নান্দোর হাতে ক্যাচ দিয়ে। আর তৃতীয় বলে রিচার্ড এনগারাভা বোল্ড হলে ম্যাচ বেরিয়ে যায় জিম্বাবুয়ের হাত থেকে। শেষ ৩ বলে ২ রান নিতে পেরেছে জিম্বাবুয়ে। মাদুশঙ্কা ৬২ রানে নিয়েছেন ৪ উইকেট। এর বাইরে শ্রীলঙ্কার বোলারদের মধ্যে ফার্নান্দো ৩টি ও কামিন্দু মেন্ডিস নেন একটি উইকেট।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ওপেনার পাথুম নিশাঙ্কার ৯২ বলে ৭৬,জানিথ লিয়ানাগের ৪৭ বলে অপরাজিত ৭০ ও কামিন্দু মেন্ডিসের ৩৬ বলে ৫৭ রানের ঝড়ো ইনিংসে বড় পুঁজি পেয়ে যায় শ্রীলঙ্কা। জিম্বাবুয়ের হয়ে ২টি উইকেট নেন এনগারাভা। আর একটি করে উইকেট নেন ব্লেসিং মুজারাবানি, ট্রেভর গুয়ান্ডু, রাজা ও উইলিয়ামস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here