শেষ ওভারের নাটকীয়তা! গুজরাটের অবিশ্বাস্য জয়

0

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ১৩৫ রানের পুঁজি নিয়ে শেষ ওভারের নাটকীয়তায় ৭ রানে জয় তুলে নিয়েছে গুজরাট টাইটান্স। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের কাছে লক্ষ্যটা ছিল অনায়াসে জেতার মতোই। তাড়া করতে নেমে ১৪ তম ওভারেই ১০৫ রান ছুঁয়ে ফেলে তারা, সেটাও মাত্র এক উইকেট হারিয়ে। এমন অবস্থা গুজরাটের পক্ষে বাজি ধরার লোক খুব কমই ছিল। কেননা জয়ের জন্য ৩৬ বলে কেবল ৩১ রানই দরকার ছিল লক্ষ্ণৌয়ের। কিন্তু ক্রিকেট যে গৌরবময় অনিশ্চিতের খেলা সেটা আবারও প্রমাণ হলো।

সহজে জেতার ম্যাচ ধুঁকতে ধুঁকতে শেষ ওভার পর্যন্ত নিয়ে গেল লক্ষ্ণৌ। যেখানে জিততে হলে ১২ রান ডিফেন্ড করতে হতো গুজরাট পেসার মোহিত শর্মাকে। প্রথম বলে তার কাছে দুই রান আদায় করেন লোকেশ রাহুল। কিন্তু পরের চার বলেই উইকেটের দেখা পেল গুজরাট। রাহুল ও মার্কাস স্টইনিসকে ফিরিয়ে জোড়া শিকার করেন মোহিত। এরপর রান আউটের ফাঁদে পড়ে সাজঘরে ফিরতে হয় আয়ুশ বাদোনি ও দীপক হুডাকে। গুজরাটের জয় নিশ্চিত হয়ে যায় তখনই। শেষ বলে ১ রান নিলেও ৭ উইকেটে ১২৮ রানে থামে লক্ষ্ণৌয়ের ইনিংস।  

এর আগে, অটল বিহারী বাজপায়ী স্টেডিয়ামে এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৩৫ রানের সংগ্রহ দাঁড় করায় গুজরাট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here