শেরপুরের শ্রীবরদীতে ৬ লাখ ৭৫ হাজার টাকাসহ ডলার প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার রাতে উপজেলার ভেলুয়া ইউনিয়নের তিনানী ভেলুয়া মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- পার্শ্ববর্তী জামালপুরের ইসলামপুর উপজেলার নতুন মালমারা এলাকার মৃত সমেজ উদ্দিনের ছেলে মো. মামুদ আলী (৩৮) ও মৃত তৈনুজ মণ্ডলের ছেলে মো. বাদশা মণ্ডল (৩৪)।
পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক তদন্তে মামুদ আলী ও বাদশা মণ্ডল ডলার জালিয়াতি চক্রের সদস্য বলে জানা যায়। ওই ঘটনায় বৃহস্পতিবার নোয়াখালী জেলার সোনাইমুড়ি এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে মো. সোলেমান (৩৪) বাদী হয়ে দু’জনকে আসামি করে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেন।