শেরপুরে ১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার

0
শেরপুরে ১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার

শেরপুর জেলা শ্রীবরর্দী উপজেলা মাদক সম্রাট আরিফ আহাম্মদ ইমরানের বাড়ি থেকে ১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে শেরপুর ডিবি পুলিশ। ওই মাদক কারবারির পৌরসভাস্থ সাতানি এলাকায় ইমরানের ব্যবহার করা ড্রয়ার থেকে পুলিশ মদ উদ্ধার করে।

এই মাদক উদ্ধারের সময় ইমরানকে পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। এই বিষয়ে শ্রীবরর্দী থানায় মাদক আইনে মামলা হয়েছে। ইমরান স্থানীয় হুমায়ুন তালুকতারের ছেলে।

পুলিশ বলছে, ইমরান শ্রীবরর্দী একজন চিহ্নিত মাদক কারবারি। তার নামে বিভিন্ন থানায় গোটা দশেক মাদকের মামলা রয়েছে।জেলেও গেছে কয়েক বার। জেলা থেকে বের হয়ে আবারও মাদকের ব্যবসায় জড়িত হয়ে পড়ে ইমরান। এই মামলায় অপর আসামি হলো সৈকত।

শেরপুর শ্রীবরর্দী থানা পুলিশের ওসি আনোয়ার জাহিদ বলেছেন, ডিবির অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্ত ইমরান ও সৈকতকে পুলিশ খোঁজছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here