নির্বাচনি সহিংসতায় শেরপুর প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক ও মানবাধিকার কর্মী নূরে আলম চঞ্চলের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। চঞ্চল শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদিকে চঞ্চলের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি করেছে বিভিন্ন সংগঠন।
জানা গেছে, গতকাল ৭ জানুয়ারী শেরপুর-১ সদর আসনের কামারিয়া ইউনিয়নের সূর্যদী উচ্চ বিদ্যালয়ে দেখে দেখে ভোট নেয়া ও সিল মারার খবর পেয়ে সাংবাদিক নূরে আলম চঞ্চল দুই সহকর্মীকে নিয়ে ওই কেন্দ্রে যান।ওই সাংবাদিক নিয়ম মেনে কেন্দ্রের ছবি ভিডিওচিত্র ধারন করেন। এতে ওই কেন্দ্রের একজন প্রার্থীর এজেন্ট
সন্ত্রাসী যুবরাজসহ অন্যরা তার ওপর চড়াও হয় এবং আক্রমণ চালায়। মারধর করে তার হাতে থাকা ক্যামেরা ভেঙ্গে ফেলে এবং মোবাইল নিয়ে যায়। প্রশাসন ও অন্য সহকর্মীরা এসে তাকে উদ্ধার করে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেয়া হয়। কিন্ত রাতেই তার শরীরের অবস্থার অবনতি হলে সোমবার সকালে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুর সদর থানার ওসি এমদাদুল হক জানিয়েছেন, আহত সাংবাদিকের বক্তব্য রেকর্ড করা হয়েছে। মামলা দিলেই ব্যবস্থা নেওয়া হবে।