শেরপুরে ধর্মীয় সম্প্রীতি ও অংশগ্রহণমূলক গণতন্ত্র নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত

0
শেরপুরে ধর্মীয় সম্প্রীতি ও অংশগ্রহণমূলক গণতন্ত্র নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত

শেরপুরে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় সম্প্রীতি ও অংশগ্রহণমূলক গণতন্ত্র বিষয়ে সরকারি কর্মকর্তা ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে শেরপুর জেলা প্রশাসকের হল রুমে একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় স্বাবলম্বী উন্নয়ন সমিতির আয়োজনে অনুষ্ঠিত এ পরামর্শ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ।

প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর ফিরোজ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত পরামর্শ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক নুরুজ্জামান চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাইমিনুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের আমির মাওলানা হাফেজ উদ্দিন, এনসিপি সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, আস্থা প্রকল্পের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানু প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here