শেরপুরে তুলা চাষি র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

0
শেরপুরে তুলা চাষি র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

২০২৫-২৬ অর্থবছরে তুলার গবেষণা, উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় শেরপুরে তুলা চাষি র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কান্দাশেরী এলাকায় তুলা উন্নয়ন বোর্ড, ময়মনসিংহ জোনের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। তিনি বলেন, অর্থকরী ফসল হিসেবে তুলাকে বলা হয় ‘সাদা সোনা’। দেশে তুলার ব্যাপক চাহিদা রয়েছে এবং এর বিপুল অংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। দেশের চাহিদা মেটাতে সরকার তুলা চাষ বাড়াতে কৃষকদের প্রণোদনা প্রদানসহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

তুলা উন্নয়ন বোর্ড সদর দপ্তরের উপপরিচালক মো. কুতুব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা ড. খালেদা ইয়াছমীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তুলার গবেষণা, উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের প্রকল্প পরিচালক ড. একেএম হারুন-অর-রশিদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. আলমগীর কবীর এবং শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।

জামালপুর জেলা তুলা উন্নয়ন কর্মকর্তা মো. ইসরাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শেরপুর সদর উপজেলার কুসুমহাটি কটন ইউনিট অফিসার মো. নুরুল আলম এবং তুলা চাষি মোখলেছুর রহমান। অনুষ্ঠানে তুলা উন্নয়ন বোর্ড ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাসহ জেলার অর্ধশতাধিক তুলা চাষি উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here