শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফাইনালে পৌরসভা বিজয়ী

0

বর্ণাঢ্য আয়োজনে শেরপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। খেলায় দুই দলের ২১ গোল শেষে শেরপুর পৌরসভা দল বিজয়ী হয়েছে। রানার্স আপ হয়েছে শেরপুর নকলা উপজেলা দল।

শুক্রবার বিকেলে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে গোল্ডকাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে শেরপুর  জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার সভাপতি সাহেলা আক্তারের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তাদিরুল আহাম্মেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি।সম্মানিত অতিথি ছিলেন বীর মুক্তিযুদ্ধ হুইপ আতিউর রহমান আতিক এমপি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here