শেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে নানা ক্ষেত্র কৃতিত্ব রাখায় সাত নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে।
নাগরিক প্ল্যাটফর্ম জনউদ্যোগের আয়োজনে আজ ৯ ডিসেম্বর শনিবার সকালে শহরের পৌর মুক্ত মঞ্চে জেলার সাত নারীকে বাছাই করে এ সম্মাননা প্রদান করা হয়।
এসব কীর্তিময় নারীদের সম্মাননা ক্রেস্টের পাশাপাশি বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
জনউদ্যোগ সদস্য সচিব সাংবাদিক হাকিম বাবুলের সঞ্চালনায় আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এসময় অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন শিক্ষাবিদ ডক্টর সুধাময় দাস, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু, সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া, নারী ও শিশু ট্রাইবুনাল স্পেশাল আদালতের পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু, শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, সিনিয়র সাংবাদিক হাকাম হীরা প্রমুখ।
এ সময় শেরপুরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষার্থী ও বিভিন্ন সমাজসেবী কর্মী উপস্থিত ছিলেন।