শেরপুরে এক ব্যক্তি খুন

0

শেরপুরের রামেরচরে কবজ উদ্দিন(৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। আজ সকালে একটি খোলা মাঠ থেকে কবজের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শরীরে ধারালো ও চোখা অস্ত্রের অনকগুলো আঘাত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও পরিবারের ধারণা, এটি খুন। নিহত কবজ উদ্দিন ওই গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। 

পুলিশ ও কবজের পরিবার বলছে, স্থানীয় আকন্দ বাড়ি ও সরকার বাড়ির মধ্যে দ্বন্দ্বের জেরে এ খুনের ঘটনা ঘটেছে। সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে শেরপুর সদর উপজেলার রামেরচরে সরকার বাড়ি ও আকন্দ বাড়ির মধ্যে বিরোধ চলে আসছিল। ২৬ জুলাই রাত সাড়ে দশটার দিকে আকন্দ বাড়ির কবজ উদ্দিন রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে আসে। এরপর আর সে বাড়ি ফিরে নাই। পরে আজ বৃহস্পতিবার সকালে পার্শ্ববর্তী খোলা মাঠে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here