শেরপুরে আবাসিক হোটেল থেকে একজনের মরদেহ উদ্ধার

0

শেরপুরে একটি আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে জেলা সদর হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

সোমবার রাত ৯টার দিকে শহরের শহীদ বুলবুল সড়কের একটি হোটেলের তিন তলার ২২ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, মাসুদ ব্যবসায়ী পরিচয় দিয়ে গত ২৫ জানুয়ারি হোটেলের ওই কক্ষে উঠেছিলেন। সোমবার সকাল থেকে মাসুদ পরিবারের কারও ফোন না ধরায় মাসুদের শালিকার স্বামী ওই হোটেলে এসে নির্ধারিত কক্ষে ডাকাডাকি করেন। কোনো সাড়া শব্দ না পাওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে দেখেন মাসুদ  ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছেন এবং মারা গেছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সেটি জানার চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here