অবরোধ প্রত্যাখান করে শেরপুরে দ্বিতীয় দিনের বিক্ষোভ র্যালি ও পথসভা করেছে জেলা আওয়ামী লীগ। আজ বুধবার দুপুরে জেলা শহরে এই পথসভা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানু।
কয়েকশ মোটরসাইকেল নিয়ে অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল বের করেন ছানু। এসময় শহরের নিউমার্কেট মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।