শেরপুরের বিভিন্ন কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

0
শেরপুরের বিভিন্ন কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

শেরপুরের অন্তত ২৩টি কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে নতুন শিক্ষাজীবনের শুরুতে প্রাণচাঞ্চল্যে ভরপুর পরিবেশে ক্লাসে যোগ দেয় শিক্ষার্থীরা।

অনেক শিক্ষাপ্রতিষ্ঠান নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় রজনীগন্ধা ফুল দিয়ে, সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীরা জানায়, কলেজজীবনের প্রথম দিনটি ছিল রোমাঞ্চে ভরপুর। যদিও অনেক বন্ধু পাশ করতে না পারায় বা অন্য জেলায় ভর্তি হওয়ায় কিছুটা খারাপ লেগেছে, তবে তারা পুরোনো বন্ধুদের পাশাপাশি নতুন অনেক বন্ধুও পেয়েছে।

শেরপুরের অন্যতম নারী শিক্ষা প্রতিষ্ঠান মডেল গার্লস ডিগ্রি কলেজে জমকালো আয়োজনে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়। এছাড়াও অন্যান্য কলেজগুলোতেও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়।

শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রউফ জানান, আগামীকাল (১৬ সেপ্টেম্বর) থেকে একাদশ শ্রেণির নিয়মিত পাঠদান শুরু হবে। তিনি শিক্ষার্থীদের শুরু থেকেই পড়ালেখায় মনোনিবেশ করার পরামর্শ দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here