শেয়ার বিক্রিতে ওপেনএআই-এর মূল্য দাঁড়াল ৫০০ বিলিয়ন ডলার

0
শেয়ার বিক্রিতে ওপেনএআই-এর মূল্য দাঁড়াল ৫০০ বিলিয়ন ডলার

চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই নতুন শেয়ার বিক্রির মাধ্যমে তাদের বাজারমূল্য ৫০০ বিলিয়ন ডলারে উন্নীত করেছে। রয়টার্সকে একটি সূত্র ঘনিষ্ঠ এই তথ্য জানিয়েছে।

খবর অনুসারে, ওপেনএআই-এর বর্তমান ও সাবেক কর্মীরা প্রায় ৬.৬ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করেছেন। এ শেয়ার কিনেছে সফটব্যাংক, থ্রাইভ ক্যাপিটাল, ড্রাগোনিয়ার ইনভেস্টমেন্ট গ্রুপ, আবুধাবির এমজিএক্স ও টি. রো প্রাইসের মতো বিনিয়োগ প্রতিষ্ঠান।

এর আগে প্রতিষ্ঠানটির মূল্যায়ন ছিল ৩০০ বিলিয়ন ডলার। নতুন শেয়ার বিক্রির পর তা আরও প্রায় দ্বিগুণ হয়েছে। ওপেনএআই আগে থেকেই ১০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের শেয়ার বিক্রির অনুমোদন দিয়েছিল। ২০২৫ সালের প্রথম ছয় মাসে ওপেনএআই প্রায় ৪.৩ বিলিয়ন ডলার রাজস্ব (আয়) অর্জন করেছে, যা গত পুরো বছরের চেয়ে ১৬ শতাংশ বেশি।

এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে প্রতিযোগিতা বাড়তে থাকায় বড় প্রযুক্তি কোম্পানিগুলো দক্ষ কর্মী পেতে বিপুল অঙ্কের অর্থ ব্যয় করছে। সম্প্রতি মেটা (ফেসবুকের মূল কোম্পানি) স্কেল এআই-তে বড় বিনিয়োগ করেছে।  প্রতিষ্ঠানটির তরুণ প্রধান নির্বাহী আলেকজান্ডার ওয়াং নিজেদের নতুন সুপার ইন্টেলিজেন্স ইউনিটের নেতৃত্ব দিচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here