শেভিং সমস্যার উৎকৃষ্ট সমাধান

0

শেভ করার সময় হালকা কেটে যাওয়া, ফুসকুড়ি ওঠা ইত্যাদি হওয়া স্বাভাবিক। এমন সমস্যার জন্য রইল উপযুক্ত সমাধান..

ত্বকের জ্বালাপোড়া-

রেজরের ব্লেড ত্বকে জ্বালাপোড়ার অন্যতম কারণ। সাধারণত ব্লেড ভোঁতা বা কম ধারালো হলে এমন সমস্যা হয়। তাছাড়া শুষ্ক ত্বকে শেভ কিংবা তাড়াহুড় শেভিংয়ে এমনটা হতে পারে। এমন সমস্যা এড়াতে শেভিংয়ের আগে ত্বক ভালোভাবে ভিজিয়ে নিন। শেভিং শেষে ত্বক শীতলকারী ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। কদিন পর রেজরের ব্লেড বদলে নিন।

হালকা কাটাছেঁড়া-

শেভিংয়ে তাড়াহুড়া, ধারালো ব্লেড ব্যবহার বা ভোঁতা ব্লেডে ঘষাঘষির কারণ ত্বকের চামড়া উঠে যাওয়া বা কেটে যেতে পারে। এমন সমস্যা এড়াতে ধারালো ব্লেড ব্যবহারে সতর্ক হন। ত্বকে বেশি চাপ প্রয়োগ করবেন না। একই অংশে যথাসম্ভব কম রেজর চালান।

ইনগ্রোন হেয়ার-

শেভিংয়ের সময় লোমের কোনো অংশ গোড়া থেকে কাটা না হলে তা ত্বকের ফলিকলের মধ্যে বড় হতে থাকে। এতে করে অনেকটা বড় আকারের ব্ল্যাকহেডসের সৃষ্টি হয়। অনেকে টুইজারের সাহায্যে ইনগ্রোন হেয়ার তুলে ফেলেন, যা ঠিক নয়। এমন সমস্যার সমাধানে শেভিংয়ের আগে স্ক্রাবার ব্যবহার করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here