শেবাগ কোচ হলে একাদশে জায়গাই পাবেন না অশ্বিন!

0

এবারের আইপিএলে বল হাতে খুব একটা সুসময় যাচ্ছে না কারোরই। তার মাঝেও যেন একটু বেশিই বিবর্ণ রবিচন্দ্রন অশ্বিন। ৮ ম্যাচে পেয়েছেন মোটে ২ উইকেট। তবে এরপরেও ভ্রুক্ষেপ নেই অশ্বিনের। বরং নিজের ইউটিউব চ্যানেলে তিনি জানিয়েছিলেন বোলারদের স্ট্রাইক রেট আইপিএলে খুব বেশি গুরুত্বপূর্ণ নয়।

এমন মন্তব্য মোটেই ভালো লাগেনি ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগের। এতটাই চটেছেন, সরাসরিই জানিয়ে দিয়েছেন, তিনি কোচ হলে একাদশেই খেলাবেন না অভিজ্ঞ এই স্পিনারকে। এর পেছনে কারণও আছে। চলতি আসরে ৮ ম্যাচ খেলার সুযোগ হয়েছে অশ্বিনের। পেয়েছেন কেবল দুই উইকেট। বোলিং স্ট্রাইক রেট ৯৩ হলেও ইকোনমি রেট বরাবর ৯ অশ্বিনের।

এরপরেই নিজের মন্তব্য জানালেন তিনি, ‘কিন্তু ওটা হচ্ছে তার মানসিকতা। আমি যদি কোনও ফ্র্যাঞ্চাইজির মেন্টর বা কোচ হতাম তাহলে আমি এভাবে ভাবতাম না। কেউ যদি উইকেট না নিয়ে রান বাঁচানোর চিন্তা করে সে আমার দলে জায়গা পাবে না।’ 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here