শেফিল্ডকে হারিয়ে বছর শেষ ম্যানসিটির

0

একমাত্র ইংলিশ ক্লাব হিসেবে চলতি বছর পাঁচটি শিরোপা নিজেদের শোকেসে তুলেছে ম্যানচেস্টার সিটি। বছরের শেষটাও দারুণভাবে রাঙালো তারা। শনিবার (৩০ ডিসেম্বর) প্রিমিয়ার লিগের ম্যাচে শেফিল্ড ইউনাইটেডকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে পেপ গার্দিওলার দল।

ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় সিটি। ফিল ফোডেনের পাস পেয়ে প্রতিপক্ষের চ্যালেঞ্জের মুখেও নিয়ন্ত্রণে নেন রদ্রি। এরপর কোনোরকম বাধা ছাড়াই এগিয়ে ডি-বক্সের মুখ থেকে নিচু কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন স্প্যানিশ মিডফিল্ডার। রদ্রির গোলে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধের বেশিরভাগ সময় নিজেদের দখলেই বল রাখে সিটি।

অবশ্য এর সাত মিনিট বাদেই সুযোগ মিসের আক্ষেপ ঘুচিয়ে দেন আর্জেন্টাইন তারকা। সতীর্থের পাস ডি-বক্সে ধরে গোলমুখে বাড়ান ফোডেন, আর ছুটে গিয়ে টোকায় বল জালে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড। এ নিয়ে টানা দুই ম্যাচে জালের দেখা পেলেন বিশ্বকাপ জয়ী খেলোয়াড়।

নির্ধারিত সময়ের মধ্যে ব্যবধান আর বাড়েনি। তাতে ২-০ গোলের জয়ে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here