শেফালির মৃত্যুর কারণ জানা গেল, পুলিশ বলছে ‘তবু চলবে তদন্ত’

0
শেফালির মৃত্যুর কারণ জানা গেল, পুলিশ বলছে 'তবু চলবে তদন্ত'

মাত্র ৪২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শেফালি জারিওয়ালা। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে এই অভিনেত্রীর। তবে মুম্বাই পুলিশ চূড়ান্ত ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত তদন্ত চালিয়ে যাবে, যদিও এখন পর্যন্ত কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

শেফালির মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত তাঁর বাসায় পৌঁছায়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য কুপার হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর তাঁর মরদেহ বাসায় নিয়ে আসা হয় এবং স্বামী পরাগ সব আচার-অনুষ্ঠান পালন করেন।

এদিকে পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ষড়যন্ত্র বা হত্যার কোনো আলামত মেলেনি। ইতোমধ্যে অভিনেত্রীর স্বামীসহ বাড়ির ৮ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, “চূড়ান্ত প্রতিবেদন হাতে না আসা পর্যন্ত তদন্ত চলবে।”

শুক্রবার রাতে তাঁর মৃত্যুতে পুরো বলিউডে নেমে আসে শোকের ছায়া। শনিবার অনুষ্ঠিত হয় শেষকৃত্য। এ সময় সহকর্মী ও বন্ধুরা উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন— আরতি সিং, শেহনাজ গিল, মাহিরা শর্মা, পারাস ছাবরা, সম্ভবনা শেঠ, সুরভি চন্দনা, রেশমি দেশাই, মিকা সিং ও সুনিধি চৌহান। সবার চোখেই ছিল অশ্রু ও শ্রদ্ধা।

শেফালি ‘কাঁটা লাগা’ গানের ভিডিওতে অভিনয় করে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন। তাঁর অকাল মৃত্যুতে শোকাহত তাঁর ভক্তরা ও বলিউডের সহকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here