শেখ হেলাল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

0

বাগেরহাট-১ আসনের সাবেক এমপি শেখ হেলাল উদ্দিন ও তার স্ত্রী শেখ রূপা চৌধুরীর বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) মামলা দুটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

তিনি বলেন, সাবেক এমপি শেখ হেলাল উদ্দিনের জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ছয় কোটি ৪৫ লাখ ৫৭ হাজার ৪০৪ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এছাড়া, ২০১৫ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত তার নিজ নামের সাতটি ব্যাংক হিসাবের মাধ্যমে ৫৩ কোটি ৫৪ লাখ ৪৩ হাজার ৪৫১ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। যা সম্পত্তির অবৈধ উৎস গোপনের জন্য এসব অর্থ রূপান্তর ও স্থানান্তর করেছেন। এসব অভিযোগে তার বিরুদ্ধে মানিলন্ডারিং আইনসহ দুদকের সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, শেখ হেলালের স্ত্রী শেখ রূপা চৌধুরীর নামে জ্ঞাত আয়বহির্ভূত ছয় কোটি ৮২ লাখ ৮৪ হাজার ২৫৮ টাকার সম্পদের তথ্য পেয়েছে দুদক। এ অভিযোগে তার বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here