শেখ হাসিনার সরকারের সময় গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করছে : স্পিকার

0

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনা সরকারের সময় গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করছে। রবিবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। 

তিনি  বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনা সরকারের সময় গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করে। সাংবাদিকদের কাজে বর্তমান সরকারের কোনো চাপ নেই। আপনাদের লেখনি সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। যেটিই আপনারা মত প্রকাশ করতে চান সেটি করতে পারছেন এবং করছেন। 

পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান জুয়েলের সভাপতিত্বে রংপুর জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, এটিএন বাংলার কারেন্ট এ্যাফেয়ার্স এডিটর কেরামত উল্লাহ বিপ্লব, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এটিএম মাজহারুল আলম মিলন, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহীল বাকী বাবলুসহ প্রেসক্লাবের সকল সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন। পরে তিনি সন্ধ্যায় সানেরহাট উচ্চ বিদ্যালয় এক মাঠে সুধী সমাবেশে বক্তব্য রাখেন। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here