বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়ে ওঠা আজকের বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। আজকে শেখ হাসিনার জন্যই বাংলাদেশের অর্জন এখন সারা দুনিয়ার নজরকাড়া বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় যাদুরানী বাজারে বর্তমান সরকারের উন্নয়ন বার্তা নিয়ে এক সভায় তিনি এ কথা বলেন।
এসময় হরিপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প, সাধারণ সম্পাদক এসএম আলমগীর সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।