শেখ হাসিনার কাছে শিখতে চান পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী

0

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক কল্যাণ নিশ্চিত করার বিষয়ে শিখতে চান পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী কে রালা জানানা গুসমাও। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন তিমুর লেস্তের দিলিতে গুসমাওয়ের অফিসে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন।  

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে গুসমাও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলাদেশ ও বাংলাদেশের জনগণ পূর্ব তিমুরের মানুষের হৃদয়ে রয়েছে। এসময় গুসমাও বলেন, কিভাবে ১৭ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা এবং তাদের অর্থনৈতিক ও সামাজিক কল্যাণ নিশ্চিত করা যায়- সে বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আমার শেখা দরকার।

স্বাস্থ্য, শিক্ষা, প্রশিক্ষণ, খাদ্য নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে দ্বিপাক্ষিকভাবে সহযোগিতা সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। তিমুরের প্রধানমন্ত্রী এসব ক্ষেত্রে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন।

রোহিঙ্গা ইস্যুতে গুসমাও বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং সংকট সমাধানে কিছু বাস্তব চ্যালেঞ্জ তুলে ধরেন। পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী আগামী বছর বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করলে পররাষ্ট্রমন্ত্রী এ সিদ্ধান্তকে উষ্ণভাবে স্বাগত জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here