দেশশেখ রাসেলের প্রতিকৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের শ্রদ্ধা জ্ঞাপনBy AmarNews.com.bd - October 19, 20230FacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramCopy URL প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গোলাম মো. হাসিবুল আলম বুধবার শেরেবাংলা নগরস্থ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। শেখ রাসেল দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কর্মসূচি পালন করেন।