প্রথমার্ধে দুই দলই বল নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করেই খেলছিল। তবে গোলের দেখা মেলেনি। দ্বিতীয়ার্ধেও মরিয়া হয়ে ওঠে দুই দল। আক্রমণের পর আক্রমণ চালিয়েও গোলের দেখা পেলো না কেউ।
ফলে শেখ রাসেল ক্রীড়া চক্র ও ফর্টিস এফসির মধ্যকার ম্যাচ শেষ হয়েছে গোলশূন্য সমতায়।
পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আটে শেখ রাসেল। ৫ পয়েন্টে সাতে ফর্টিস।
বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমার্ধে কোনো দলই সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি। ৫৬ মিনিটে ফর্টিসের পা ওমরের দূরপাল্লার শট ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়।
১০ মিনিট পরেই আবারও সুযোগ নষ্ট করেন পা ওমর। বাঁ প্রান্ত থেকে আসা ক্রস বক্সে নিয়ন্ত্রণে নিলেও তাঁকে শট নিতে দেননি শেখ রাসেলের ডিফেন্ডার গানিও আতান্দা।