১৪ দলীয় জোটের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা আমির হোসেন আমু এমপি বলেছেন, পাকিস্তান আমলে আমরা আমাদের ন্যায্য অধিকার পাইনি। দেশ স্বাধীন হওয়ার পরে আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি। এই দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম নিয়েছেন বলেই স্বাধীনতা পেয়েছি। এদেশে স্বাধীনতার পূর্ণ অধিকার আওয়ামী লীগের আমলে পেয়েছি। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের মানুষ তাদের অধিকার ভোগ করতে পারে।
ঝালকাঠি জেলা হানাদারমুক্ত দিবস উপলক্ষে শুক্রবার সকালে নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এদিকে বিকালে ঝালকাঠি শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে পাক হানাদারমুক্ত দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন আমির হোসেন আমু এমপি।