‘শেখ ফজলুল হক মনি ছিলেন ক্রীড়াঙ্গনে এক অনবদ্য প্রতিভার নাম’

0

দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ বলেছেন, মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ লিবারেশন ফোর্স তথা মুজিব বাহিনীর অন্যতম প্রধান কমান্ডার ছিলেন শেখ ফজলুল হক মনি। দেশ স্বাধীন করার লক্ষ্যে মুক্তিযুদ্ধের জন্য গোটা বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ধারাবাহিক আন্দোলন-সংগ্রামে অনন্য ভূমিকা রাখেন শেখ ফজলুল হক মনি। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক অনবদ্য প্রতিভার নাম। 

সোমবার বিকালে বরকামতার নবিয়াবাদ কুমিল্লা মডেল কলেজ খেলার মাঠে শেখ ফজলুল হক মনি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here