জাতীয় দলের অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সে খেলবেন আগেই নিশ্চিত হয়েছিল। ঢাকা প্রিমিয়ার লিগে তিনি খেলবেন দেশের শীর্ষ ক্লাব শেখ জামাল ধানমন্ডিতে। আনুষ্ঠানিকভাবে তার সঙ্গে গতকাল দুই বছরের চুক্তিও স্বাক্ষর করেছে ক্লাবটি। শেখ জামাল ক্লাব প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদ্যাপন ও ক্লাবের সদস্যদের নিয়ে আয়োজন হয়েছে মেম্বার্স নাইট। বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি সাফওয়ান সোবহান প্রধান অতিথি হিসেবে এ বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘খেলাধুলা আমাদের রক্তের সঙ্গে মিশে গেছে। তাই খেলাধুলার উন্নয়নে বসুন্ধরা গ্রুপ এগিয়ে আসছে ও সব সময় তা অব্যাহত থাকবে। আমরা ক্রীড়া উন্নয়নে কাজ করেই যাব।’
এদিকে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে সাকিব খেলবেন ঘোষণা দেওয়া হলে করতালি দিয়ে অভিনন্দন জানানো হয়। সাকিবও বলেন, ‘শেখ জামালের মতো বড় দলে যোগ দিয়ে আমি খুশি; আমার খুবই ভালো লাগছে। শেখ জামাল আজ দেশের ক্রিকেট ও ফুটবলে জনপ্রিয় দলে পরিণত হয়েছে। এর পেছনে ক্লাব সভাপতি সাফওয়ান ভাইয়ের অবদানের কথা স্বীকার করতে হবে। দোয়া করবেন শেখ জামাল ক্রিকেট ও ফুটবলে যেন লিগ চ্যাম্পিয়ন হতে পারে।’