জামালপুর জেলার দেওয়ানগঞ্জে শুষ্ক মৌসুমে ব্রহ্মপুত্র নদে দেখা দিয়েছে ভাঙন। টানা দুই মাসের ভাঙনের আঘাতে পূর্বপাড়ে বিলীন হয়ে গেছে শতাধিক বসত-বাড়ি ও ফসলি জমি। এছাড়াও হুমকিতে রয়েছে হাট-বাজারসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।
সোমবার (১৫ জানুয়ারি) দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নে গিয়ে দেখা গেছে, কয়েকটি গ্রাম নদের গর্ভে চলে গেছে। বসতভিটা হারিয়েছে প্রায় শতাধিক পরিবার। সবশেষ অসময়ে নদী ভাঙনে পাটাধোয়াপাড়া গ্রামে বাস করা বাসিন্দারা বিপাকে পড়ে গেছে। বেশ কয়েকবার নদী ভাঙনের পর অস্থায়ীভাবে বসতি করে থাকার জায়গাও থাকছে না এই গ্রামের মানুষের।
মিজানুর রহমান নামের এক ভুক্তভোগী বলেন, আমার পাঁচ বিঘা জমি নদ নিয়ে গেছে। ব্রহ্মপুত্রের ভাঙন আমি আগে কখনও দেখেনি। গত কয়েকদিনের ভাঙনে অনেক কিছু চলে গেছে।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, ভাঙন প্রতিরোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। এটি অনুমোদিত হলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া স্থায়ীভাবে বাঁধ তৈরির জন্য আলাদা একটি প্রস্তাবনাও দেওয়া হয়েছে।