শুল্ক নিয়ে নমনীয় ট্রাম্প, চীনের সাথে সমঝোতা

0

আপাতত চিনের সঙ্গে শুল্কযুদ্ধে ইতি টানার বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, চীনা পণ্যের উপর শুল্কের পরিমাণ ‘অনেকটাই কমাতে’ পারে আমেরিকা। কিন্তু সেই সঙ্গেই হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিক বৈঠকে ট্রাম্পের ঘোষণা, শুল্ক কখনওই শূন্য হবে না।

ট্রাম্পের ওই বার্তার পরেই চাঙ্গা হয়ে উঠেছে আমেরিকার শেয়ার বাজার। সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, বিশ্বের বৃহত্তম দুই অর্থনৈতিক শক্তির সমঝোতার বার্তার জেরেই বুধবার থেকে ঊর্ধ্বমুখী হয়েছে ওয়াল স্ট্রিটের পারদ। 

ধাপে ধাপে চিনা পণ্যের উপর শুল্কের বোঝা বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। আমেরিকায় আমদানি হওয়া চীনা পণ্যে শুল্কের পরিমাণ বাড়তে বাড়তে এখন ২৪৫ শতাংশ। বিভিন্ন দেশের উপর আমদানি শুল্ক চাপিয়েও ৯০ দিনের জন্য তা স্থগিত রেখেছেন ট্রাম্প।

ওই সময়সীমার মধ্যে কোনও দেশ আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে চাইলে দরজা খোলা রয়েছে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু ৯০ দিনের এই ‘ছাড়’ পায়নি শুধু চিন। ট্রাম্পের ওই পদক্ষেপের জবাবে আমেরিকার পণ্যে ১২৫ শতাংশ ‘প্রতিশোধমূলক শুল্ক’ বসিয়েছে শি জিনপিংয়ের সরকার। সংঘাতের এই আবহে মঙ্গলবার ট্রাম্প বলেন, ‘‘১৪৫ শতাংশ শুল্ক অনেকটা বেশি হয়ে যায়। এটি যথেষ্ট পরিমাণে কমানো হবে। কমিয়ে এমন একটি জায়গায় নিয়ে আসা হবে, যেটা এত বেশি হবে না। তবে সেটা শূন্যও করা হবে না।’’ সেই সঙ্গেই তাঁর ঘোষণা, ‘‘শুল্ক আরোপের ক্ষেত্রে চিন কী পদক্ষেপ করে, তার উপর পুরো প্রক্রিয়া নির্ভর করবে।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here