শুল্ক এড়াতে ভারত থেকে ১৫ লাখ আইফোন আমেরিকায় নিয়ে গেছে অ্যাপল

0

বিভিন্ন দেশের পণ্য আমদানির ওপর নজিরবিহীন শুল্ক আরোপ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই শুল্ক কোপের সবচেয়ে বড় শিকার চীন। দেশটির পণ্যের ওপর ইতোমধ্যে ১২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প।

এই অবস্থায় ট্রাম্পের শুল্ক-আঘাত এড়াতে কৌশলী হয়েছে বিখ্যাত মার্কিন বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যাপল ইনকরপোরেটেড। সংস্থাটি ট্রাম্পের আরোপিত অতিরিক্ত শুল্ক এড়াতে উৎপাদন বাড়িয়ে ভারত থেকে যুক্তরাষ্ট্রে ৬০০ টন বা ১৫ লাখ আইফোন নিয়ে গেছে। চার্টার্ড কার্গো ফ্লাইটে করে এই ফোনগুলো নেওয়া হয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এর আগে বিশ্লেষকরা সতর্ক করে জানিয়েছিলেন, শুল্ক বাড়লে যুক্তরাষ্ট্রে আইফোনের দাম উল্লেখযোগ্য হারে বেড়ে যেতে পারে।

ভারতের ওপর ২৬ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প, যা চীনের থেকে অনেক কম। যদিও এরই মধ্যে চীন ছাড়া বাকি সবদেশের ওপর আরোপ করা অতিরিক্ত শুল্ক স্থগিত করা হয়েছে।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, অ্যাপল মূলত শুল্ক এড়াতে চেয়েছে।

সূত্র ও একজন ভারতীয় সরকারি কর্মকর্তা জানিয়েছেন, মার্চ মাস থেকে ১০০ টন ধারণক্ষমতার প্রায় ছয়টি কার্গো ফ্লাইটে ফোনগুলো নেওয়া হয়, যার মধ্যে একটি এই সপ্তাহে নতুন শুল্ক আরোপের ঠিক আগে।

সংবাদমাধ্যমের হিসাব অনুযায়ী, একটি আইফোন ১৪ ও এর চার্জিং ক্যাবলের প্যাকেজড ওজন প্রায় ৩৫০ গ্রাম, এতে বোঝা যায় যে, ৬০০ টনের মোট কার্গোতে প্রায় ১৫ লাখ আইফোন ছিল। সূত্র: রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here