সংকট কাটিয়ে ২০ দিন পর শুরু হয়েছে ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন। রবিবার বিকাল চারটায় এ বিদ্যুৎ কেন্দ্রটির (৬৬০ মেগাওয়াটের) একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হয়। এতে জনমনে ফিরেছে স্বস্তি। এর আগে গত ৫ জুন কয়লা সংকটে বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে যায়।
এতে লোডশেডিংয়ের কবলে পরে পুরো দেশ। পরে গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটায় ইন্দোনেশির বালিকপানান বন্দর থেকে এমভি অ্যাথেনা নামের একটি জাহাজ পায়রা বন্দরে এসে পৌঁছায়। ওই দিন সকাল থেকে শুরু হয় কয়লা খালাস কার্যক্রম। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এ জাহাজটি ৪১ হাজার ২০৭ মেট্রিকটন কয়লা নিয়ে আসে। বিদ্যুৎ কেন্দ্রটি এই প্রথমবারের মতো দেশী প্রকৌশীলরা চালু করেছে বলে জানা গেছে। ইতিমধ্যে ৭ লাখ টন কয়লার এলসি খোলা হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রটি আর কয়লার সংকটে পড়বে না।