শুরু হচ্ছে ‘মাস্টার ক্লাস বাই পিয়া জান্নাতুল’

0

সময়ের অন্যতম মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল এবার আরও একটি ভিন্ন উদ্যোগ নিয়ে হাজির হচ্ছেন। এবারই প্রথম ‘মাস্টার ক্লাস বাই পিয়া জান্নাতুল’ নামের একটি কর্মশালার আয়োজন করতে যাচ্ছেন তিনি। এই কর্মশালার মূল্য লক্ষ্য থাকবে গ্রুমিং। এছাড়া আত্মবিশ্বাস-আত্মউন্নয়ন, ক্যারিয়ার গাইডলাইন নিয়ে গ্রুমিং ও পরামর্শ দেওয়া হবে।

এ উপলক্ষে বুধবার (১৭ মে) রাজধানীর একটি অভিজাত হোটেলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসময় পিয়া জান্নাতুল বলেন, ‘পিকচার পারফেক্ট  বাই পিয়া জান্নাতুল’ এমন একটা প্লাটফর্ম যেখানে যে কোনো মানুষ নিজেকে গ্রুমিং করে তার কর্মজীবনে খুব সহজে সফল হতে পারবে । এখানে ‘স্কিল ডেভেলপমেন্ট’ নিয়ে কাজ করা হবে বিভিন্ন এক্সপার্টদের সহযোগিতা নিয়ে।

পিয়া বলেন, আগামী ১৯ ও ২০ মে তেজগাঁওয়ের ইয়ামাহা ফ্লাগশিপ সেন্টারে প্রথম ওয়ার্কশপ ‘Master Class by Peya Jannatul’ অনুষ্ঠিত হবে। পরিকল্পনা রয়েছে পরবর্তীতে সারা বাংলাদেশে এই ওয়ার্কশপ শুরু করার। 

এসময় উপস্থিত ছিলেন পিকচার পারফেক্টের উদ্যোক্তা মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল, মডেল তানজিয়া জামান মিথিলা, টেন মিনিট স্কুলের কনসালটেন্ট সাকিব বিন রশিদ, কোরিওগ্রাফার ও স্টাইলিশ মাহামুদুল হাসান মুকুল, মনোরোগ বিশেষজ্ঞ ডা. আরিফুল হক, মেকাপ এক্সপার্ট সুমাইয়া মহসিনিন মৌ ও কোরিওগ্রাফার বুলবুল টুম্পা।

উল্লেখ্য, কর্মশালা শেষে সার্টিফিকেট দেওয়া হবে। নির্দিষ্ট একটি ফর্ম পূরণ করে এই কর্মশালার জন্য রেজিস্ট্রেশন করতে হবে।  রেজিস্ট্রেশন লিংক পেতে ক্লিক করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here