সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেটে জিতেছিল বাংলাদেশ। ফলে প্রথমবারের মতো এগিয়ে থেকে নিউজিল্যান্ডের মাটিতে কোনো সিরিজ খেলতে নেমেছে টাইগাররা। এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আজ প্রথম ওভারে সাফল্য পাননি শেখ মাহেদী। তবে শরিফুল এসেই সেই আক্ষেপ দূর করলেন। তার করা অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করেছিলেন ফিন অ্যালেন, এক্সট্রা কাভারে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন রিশাদ হোসেন। ৯ রানে প্রথম উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এ নিয়ে পঞ্চম বার অ্যালেনকে আউট করলেন শরিফুল।
নিউজিল্যান্ড একাদশ:
মিচেল স্যান্টনার (অধিনায়ক), টিম সেইফার্ট, ফিন অ্যালেন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, বেন সিয়ার্স, অ্যাডাম মিলনে, ইশ সোধি ও টিম সাউদি।