প্রথম ২৩ মিনিটের মধ্যে তিন গোল। বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দাপুটে পারফরম্যান্সে বড় জয়। বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে টমাস টুখেলের শুরুটা হয়েছে দুর্দান্ত। তবে এখনই খুশিতে ডানা মেলে দিচ্ছেন না এই জার্মান কোচ। দলে উন্নতির অনেক জায়গা দেখছেন তিনি।
আন্তর্জাতিক ফুটবলের বিরতির সময় ইউলিয়ান নাগেলসমানকে বরখাস্ত করে টুখেলকে দায়িত্ব দেয় বায়ার্ন। গত শনিবার বুন্ডেসলিগায় তারা ৪-২ গোলে উড়িয়ে দেয় টুখেলের সাবেক ক্লাব বরুশিয়াকে, যারা এই বছর লিগে প্রথম ১০ ম্যাচের ৯টিই জিতে শীর্ষে উঠেছিল। এই জয়ে ২৬ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে বায়ার্ন। তাদের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে দুই নম্বরে বরুশিয়া। ম্যাচ বাকি আর আটটি।
ম্যাচের ৫০ মিনিটের মধ্যে ৪-০ গোলে এগিয়ে যায় বায়ার্ন। এরপর ব্যবধান আরও বাড়ানোর বেশ কিছু সুযোগ নষ্ট করে তারা। শেষ দিকে দুটি গোল শোধ করে বরুশিয়া। দ্বিতীয়ার্ধে সুযোগ নষ্ট করার হতাশা ঝরল টুখেলের কণ্ঠে।
তিনি বলেন, প্রথম গোলে আমরা আত্মবিশ্বাস পেয়েছিলাম এবং শুরুতেই ৩-০ গোলে এগিয়ে গিয়েছিলাম। এরপর আমি আরও বেশি আধিপত্য আশা করেছিলাম, কিন্তু তেমন হয়নি। ৪-০ গোলে এগিয়ে যাওয়ার পর আমি আরও আধিপত্য আশা করতাম, ভুল কমের প্রত্যাশা করতাম। আমাদের অনেক পরিষ্কার সুযোগ ছিল এবং আমাদের আরও বেশি গোল করা উচিত ছিল।
২০২১ সালে চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো টুখেল গত বছরের সেপ্টেম্বরে ইংলিশ ক্লাবটি থেকে বরখাস্ত হওয়ার পর বেকার ছিলেন। এরপরই বায়ার্নের দায়িত্ব নেন তিনি। প্রথম ম্যাচের আগে তাই স্নায়ুচাপে ভুগছিলেন বলে জানান ৪৯ বছর বয়সী এই কোচ।
মৌসুমের শুরুতে জার্মান সুপার কাপ জয়ী বায়ার্ন জার্মান কাপ ও চ্যাম্পিয়ন্স লিগেও ভালোভাবে টিকে আছে। ইউরোপ সেরার মঞ্চে আগামী ১১ এপ্রিল কোয়ার্টার-ফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে তারা। তার আগে আগামী মঙ্গলবার জার্মান কাপের শেষ আটে খেলবে ফ্রেইবুর্কের বিপক্ষে। সব শিরোপা জয়ের প্রত্যয় আবারও ব্যক্ত করেন টুখেল।