এবার শুভেচ্ছাদূত হিসেবে দেখা যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান লিটন দাসকে। ইন্টারন্যাশনাল হাইজিন ও পার্সোনাল কেয়ার ব্র্যান্ড ডেটল’র শুভেচ্ছাদূত হলেন তিনি। সম্প্রতি, এই পার্টনারশিপের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
পার্টনারশিপের অংশ হিসেবে ডেটলের জনপ্রিয় ক্যাম্পেইন ‘প্রোটেক্ট হোয়াট ইউ লাভ’-এর নতুন একটি টিভিসি-তে ভিন্ন এক রূপে লিটন দাসকে দেখা যায়, যেখানে তার ক্রিকেটার হয়ে ওঠার গল্পটি তুলে ধরা হয়েছে। দীর্ঘসময় যাবৎ অস্ট্রেলিয়ান জাতীয় ক্রিকেট দল এবং ইংল্যান্ড জাতীয় ফুটবল দলসহ বিশ্বব্যাপী বিভিন্ন স্বনামধন্য ক্রীড়াবিদ এই ক্যাম্পেইনের সাথে যুক্ত রয়েছেন এবং এখন বাংলাদেশের হয়ে লিটন দাস এতে প্রতিনিধিত্ব করছেন।