আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পর হঠাৎ করেই ব্যাটে নেই রান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যর্থতার পর ওয়েস্ট ইন্ডিজ সফরে চেনা ছন্দে পাওয়া যাচ্ছে না শুভমন গিলকে।
টেস্টের পর একদিনের সিরিজেও প্রথম দুই ম্যাচে এখনও রান পাননি। কিন্তু তাঁর ফর্ম নিয়ে উদ্বিগ্ন নন ভারতের জাতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। তরুণ ক্রিকেটারের পাশে দাঁড়ালেন ভারতের হেড কোচ। রাহুল দ্রাবিড় বলেন, শুভমনকে নিয়ে আমি চিন্তিত নই। মাঝে মাঝে এরকম হয়। তবে তার ব্যাটিংয়ে কোনও সমস্যা নেই। কখনও ভাল খেললেও বড় রান আসে না। প্রত্যেক ম্যাচের পর কারও সমালোচনা করা যায় না।