শুটিং সেটে আহত জিৎ

0
শুটিং সেটে আহত জিৎ

ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎ শুটিং সেটে আহত হয়েছেন। পরিচালক পথিকৃৎ বসু পরিচালিত নতুন সিনেমা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত- এর শুটিং চলাকালেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বর্তমানে সিনেমাটির শুটিং স্থগিত রাখা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানা যায়, ছবির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং চলাকালেই জিৎ আঘাত পান। পুরো সপ্তাহজুড়েই শুটিংয়ের শিডিউল ছিল। তবে অভিনেতার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে সব কাজ আপাতত পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।

পরিচালক পথিকৃৎ বসু জানিয়েছেন, জিতের সুস্থতার ওপরই শুটিং শুরুর নতুন দিনক্ষণ নির্ভর করবে। তাই কবে আবার ক্যামেরার সামনে ফিরবেন অভিনেতা, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

এই ছবিতে জিৎ অভিনয় করছেন ঐতিহাসিক চরিত্র অনন্ত সিংহ-এর ভূমিকায়। অ্যাকশনধর্মী এই সিনেমায় উঠে আসবে ব্রিটিশবিরোধী আন্দোলনের উত্তাল সময়ের গল্প। ১৯০৩ সালে চট্টগ্রামে জন্ম নেওয়া অনন্ত সিংহ ছিলেন মাস্টারদা সূর্য সেন এর ঘনিষ্ঠ সহযোগী এবং চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক।

জীবনের শেষ পর্যায়ে অনন্ত সিংহ নকশালপন্থী রাজনীতিতে যুক্ত হন। সাধারণ মানুষের ত্রাতা হিসেবে ব্যাংক ডাকাতির মতো চাঞ্চল্যকর ঘটনার সঙ্গেও তার নাম জড়িয়ে আছে। ইতিহাসের এই বর্ণাঢ্য ও বিতর্কিত চরিত্রকে পর্দায় জীবন্ত করে তুলতে গিয়েই শুটিং সেটে দুর্ঘটনার শিকার হলেন জনপ্রিয় এই অভিনেতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here