শুটিং চলাকালেই হৃদ্‌রোগে আক্রান্ত, না ফেরার দেশে অভিনেতা

0
শুটিং চলাকালেই হৃদ্‌রোগে আক্রান্ত, না ফেরার দেশে অভিনেতা

শুটিং সেটেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন কন্নড় অভিনেতা রাজু তালিকোট। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরই মারা গেলেন ৫৯ বছর বয়সী এই অভিনেতা।

ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার, কর্ণাটকের উদুপি জেলায়। খবরটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা পিটিআই, সূত্র টাইমস অব ইন্ডিয়া। মৃত্যুর কারণ হিসেবে জানানো হয়েছে হৃদ্‌রোগজনিত সমস্যা।

অভিনেতার প্রকৃত নাম ছিল রাজেসাব মকতুমসাব ইয়াঙ্কাঞ্চি। তবে জন্মস্থান তালিকোটের নামেই সিনেমা ও থিয়েটারের জগতে পরিচিতি পান ‘রাজু তালিকোট’ নামে।

একইসঙ্গে মঞ্চ ও চলচ্চিত্রে সমান জনপ্রিয় রাজু দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগে ভুগছিলেন। পরিবার সূত্রে জানানো হয়েছে, এর আগেও কয়েকবার অসুস্থ হয়েছেন, তবে এবার আর চিকিৎসকের চেষ্টাতেও বাঁচানো সম্ভব হয়নি।

অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেমে আসে শোকের ছায়া। 

রাজু তালিকোট ১৯৬৫ সালে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন, কারণ তাঁর বাবা-মা দুজনেই ছিলেন নাট্যশিল্পী। তাঁরা কাজ করতেন শ্রীগুরু খাসগটেশ্বর নাট্য সংঘে। রাজুর জীবন কেটেছে সংগ্রামে। মাত্র চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করার সুযোগ হয়েছিল। এরপর মা–বাবার মৃত্যুতে পড়াশোনার ইতি টেনে জীবিকা চালাতে হোটেল পরিচ্ছন্নতাকর্মী হিসেবেও কাজ করতে হয় তাঁকে।

তবে থিয়েটারের প্রতি ভালোবাসা থেকে রাজু আবার ফিরে আসেন অভিনয়ের মঞ্চে। সেখান থেকেই ধীরে ধীরে চলচ্চিত্রে প্রবেশ।

অভিনেতার জনপ্রিয় কাজগুলোর মধ্যে রয়েছে: ‘হেন্দাথি আন্দারে হেন্দাথি’, ‘মানসারে’, ‘পঞ্চরঙ্গি’, ‘রাজাধানি’, ‘লাইফু ইস্তেনে’, ‘আলেমারি’, ‘মাইনা’, ‘টোপিওয়ালা’, ‘পাঞ্জাবি হাউস’ প্রভৃতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here