অসুস্থতার কারণে মাঝে কিছুদিন বিরতি নিয়েছিলেন দর্শকপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। এ সময় তার মুখে অস্ত্রোপচার করা হয়। এরপর কয়েক দিন বিশ্রামে থেকে অবশেষে ফিরলেন শুটিংয়ে।
অভিনেত্রী জানান, গতকাল মঙ্গলবার থেকে তিনি শুটিং শুরু করেছেন। কয়েক দিনের মধ্যে শুটিং শেষ হবে। তবে বিষয়টি নিয়ে এখনই কথা বলা বারণ। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা।
খোঁজ নিয়ে জানা গেছে, নতুন একটি ওয়েব সিরিজের শুটিং করছেন স্পর্শিয়া। তিনি বলেন, এমনিতে কাজ কম করি। তাই বুঝেশুনে স্ক্রিপ্ট বাছাই করি। এই কাজের ক্ষেত্রে গল্প ও প্রোডাকশন টিম সবকিছু ঠিকঠাক মনে করেছি, তাই কাজটা করছি। কিছুদিনের মধ্যে ঘোষণা আসবে। তার আগপর্যন্ত ধৈর্য ধরতে হবে। অনুমতি পেলে আমিও কাজটা নিয়ে বিস্তারিত কথা বলতে পারব।
তিনি আরও জানান, চিকিৎসাধীন থাকার কারণে এত দিন ওয়েব সিরিজটির শুটিং আটকে ছিল।
উল্লেখ্য, ২০১১ সালে বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে শোবিজ দুনিয়ায় পা রাখেন স্পর্শিয়া। ‘আমাদের দেশটা স্বপ্নপুরী’ শিরোনামের সেই বিজ্ঞাপনচিত্রে কাজ করে দর্শকের নজর কাড়েন তিনি। এরপর নাটক, চলচ্চিত্রে সমানতালে অভিনয় করেছেন।

