শুটিংয়ে গুরুতর আহত বলিউড অভিনেতা সুরজ পাঞ্চোলি। অ্যাকশন দৃশ্যের সময় অভিনেতার চোট লাগে। ‘কেশরী বীর: লেজেন্ড অফ সোমনাথ’ সিনেমার শুটিং চলাকালে ঘটে দুর্ঘটনা। মুম্বাই ফিল্ম সিটিতে চলছিল শুটিং। তার ঊরু ঝলসে গেছে বলে জানা গেছে।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে , একটি অ্যাকশন দৃশ্যের সময় পরিচালক সুরজকে একটি স্টান্ট করার নির্দেশ দেন। সেখানে আগুনের ওপর দিয়ে ঝাঁপ দেওয়ার কথা ছিল অভিনেতার। স্টান্টের আগেই ঘটে বিস্ফোরণ। কারণ, প্রচুর বারুদ ব্যবহার করা হয়েছিল। ফলে যখনই অভিনেতা লাফ দিতে যায় আগুনে ঝলসে যায় তার পা ও ঊরুর কিছু অংশ।
সেটে চিকিৎসকদের একটি টিম দুর্ঘটনার পরেই অভিনেতার প্রাথমিক চিকিৎসা করেন। প্রোডাকশন থেকে শুটিং বন্ধ রাখতেও বলা হয়েছিল তাকে। কিন্তু সব কিছুকে উপেক্ষা করে ব্যথা নিয়েই শুটিং চালিয়ে যান সুরজ। যদিও চোট পাওয়ার বিষয়ে এখনও মুখ খোলেননি অভিনেতা।
প্রিন্স ধীমান পরিচালিত ‘কেশরী বীর: লেজেন্ড অফ সোমনাথ’ হলো সুরজ পাঞ্চোলির প্রথম বায়োপিক। এই সিনেমায় সুরজের পাশাপাশি দেখা যাবে বিবেক ওবেরয়, সুনীল শেঠি ও আকাঙ্ক্ষা শর্মাকে।
প্রসঙ্গত, ২০১৫ সালে ‘হিরো’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন সুরজ। তারপর একের পর এক সিনেমায় দেখা যায় তার মন ছুঁয়ে যাওয়া অভিনয়। ‘স্যাটেলাইট শংকর’ এবং ‘টাইম টু ডান্স’ সিনেমাতেও দর্শক দেখেছেন সুরজকে।