শুক্রবার থেকে সারাদেশে বৃষ্টির আভাস

0
শুক্রবার থেকে সারাদেশে বৃষ্টির আভাস

সারাদেশে আবারও বাড়তে পারে বৃষ্টি। বুধবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, শুক্রবার থেকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও সিলেটের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমী স্বাভাবিক লঘুচাপ, যার বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। এর প্রভাবে আগামী কয়েকদিন দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগের দুই-একটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। অন্য বিভাগগুলোতে আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে আকাশ থাকবে আংশিক মেঘলা। এ সময় তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। 

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-একটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যান্য এলাকায় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে, তবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এই সময় দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, যদিও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন আসবে না।

শুক্রবার সকাল থেকে শুরু হওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে এবং ঢাকা ও সিলেট বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অংশে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। একইসঙ্গে দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, বৃষ্টিপাতের এই ধারা পরবর্তী দুই দিনও অব্যাহত থাকতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here