শীত মৌসুমেও কাপ্তাইয়ে মাছের বাম্পার আহরণ

0

শীত মৌসুমেও রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছের বাম্পার আহরণ হয়েছে। গত বছরের তুলনায় এ বছর মাছের রাজস্ব আদায় হয়েছে দ্বিগুণ। মাত্র ১৩৫ দিনে রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে মাছ আহরণ করা হয় প্রায় ৫ হাজার ৮১৪ মেট্রিক টন। আর রাজস্ব আদায় হয়েছে ১১ কোটি ৮২ লাখ টাকা।

এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) রাঙামাটির কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণি কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মো. আসরাফুল আলম ভূঁইয়া। তিনি আরও বলেন, এভাবে মাছ উৎপাদন অব্যাহত থাকলে এ বছর রাজস্ব আয় অতীতের সব রেকর্ড ভঙ্গ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

এবার রাঙামাটি সদর থেকে মাছ আহরণ হয় ১০ হাজার ২১২ মেট্রিক টন, কাপ্তাই থেকে ৭৬৭০ মেট্রিক টন, মহালছড়ি থেকে ৮৯৮ মেট্রিক টন ও মারিশ্যা থেকে ৮৫০ মেট্রিক টন মাছ আহরণ করা হয়।

এসব মাছের মধ্যে বেশির ভাগ ছিল চাপিলা, কাচকি, চিংড়ি ও কার্প জাতের মাছ। মাছ রপ্তানি করা হয় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। এতে সরকারের রাজস্ব খাতে যেমন আয় বৃদ্ধি পেয়েছে, তেমনি দেশে মিঠাপানির মাছের চাহিদাও মিটছে। লাভবান হচ্ছেন মৎস্যজীবীরা। এ অঞ্চলে ২৬ হাজার মৎস্যজীবী রয়েছেন।
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here