শীত আসার আগেই গোড়ালি ফেটে চৌচির? জানুন সমধান

0
শীত আসার আগেই গোড়ালি ফেটে চৌচির? জানুন সমধান

শীত এলেই ত্বকের সঙ্গে সঙ্গে সবচেয়ে বেশি ভোগান্তি হয় পায়ের গোড়ালির। ঠান্ডা, শুষ্ক বাতাস ও আর্দ্রতার অভাবে ত্বকের নীচের অংশ শক্ত হয়ে আস্তে আস্তে ফেটে যায়। এমন গোড়ালি শুধু যে দেখতে খারাপ লাগে সেটাই নয়, অনেক সময় ব্যথা ও চুলকানি হয়। এমনকি ফাটা গোড়ালি থেকে সংক্রমণও হতে পারে। অবশ্য এতে দুশ্চিন্তার কিছু নেই।

রান্নাঘরের সহজ কিথু উপাদানেই সম্ভব এই সমস্যার সমাধান। নিম্নে গোড়ালি ফাটা সারানোর বা আটকানোর তিনটি ঘরোয়া টোটকার কথা উল্লেখ করা হলো।

নারিকেল তেল ও মোমের প্যাক

এক চামচ নারিকেল তেল গরম করে তাতে সামান্য মোম মিশিয়ে নিন। মিশ্রণ ঠান্ডা হলে ফাটা গোড়ালির জায়গায় লাগিয়ে মোজা পরে নিন। রাতে লাগিয়ে ঘুমোলে সকালে ত্বক হবে নরম ও ফাটল কমে যাবে। কেউ প্রতিদিন রাতে এই মিশ্রণ লাগালে কয়েক দিনের মধ্যেই পার্থক্য টের পাবেন।

কলা ও মধুর মাস্ক

একটি পাকা কলা চটকে তাতে এক চা চামচ মধু মিশিয়ে নিন। মিশ্রণটি গোড়ালিতে লাগিয়ে ২০ মিনিট রাখুন, তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। কলার ভিটামিন ও মধুর ময়েশ্চার ত্বকের ফাটল ভরাট করে মসৃণতা ফেরাবে।

গ্লিসারিন ও গোলাপজল

দুই চামচ গ্লিসারিন ও এক চামচ গোলাপজল মিশিয়ে দিনে দু’বার গোড়ালিতে লাগান। এটি ত্বকের গভীরে আর্দ্রতা জোগায় ও ফাটল সারাতে সাহায্য করে।

গোড়ালি ফাটার সমস্যা অনেকেই খুব একটা গুরুত্ব দিয়ে দেখেন না। এই সমস্যা ছোট হলেও এর যত্ন না নিলে তা বড় আকার নিতে পারে। তাই শীতের শুরুতেই নিয়মিত পায়ের যত্ন নিন, ময়েশ্চারাইজার ব্যবহার করুন, আর এই ঘরোয়া টোটকা তিনটিতে ত্বক রাখুন নরম ও সুন্দর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here