পর পর দুই দিন কুয়াশার দাপটে বিপর্যস্ত দিল্লিসহ গোটা উত্তর ভারত। বিমান পরিষেবাতেও ব্যাপক প্রভাব পড়ছে। কুয়াশার কারণে কোনও কোনও বিমানবন্দরে দৃশ্যমানতা শূন্যে নেমে যাওয়ায় বিমান ওঠানামায় দেরি হচ্ছে। আবার পরিস্থিতি এমন পর্যায়েও পৌঁছেছে যে, বেশ কিছু বিমানের পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে।
দিল্লি বিমানবন্দরে শনিবারও পরিষেবা ব্যাহত হয়েছে। বিমানবন্দর সূত্রে খবর, শনিবার সকালে কুয়াশার কারণে ৩৮টি ফ্লাইট বাতিল করতে হয়েছে। ১৭০টি প্লেনের ওঠানামায় দেরি হয়েছে। শুধু তা-ই নয়, ১৫টি বিমানের পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। শুক্রবারেও কুয়াশার কারণে দিল্লি বিমানবন্দরে দুইশোটিরও বেশি বিমান ওঠানামায় দেরি হয়েছিল। ফলে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে যাত্রীদের। যদিও দিল্লি বিমানবন্দর এবং সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলির তরফে যাত্রীদের বার বার সতর্ক করা হচ্ছে।
শুধু দিল্লিই নয়, শ্রীনগর, চণ্ডীগড়, আগরা, লখনউ, অমৃতসর, হিন্দন এবং গোয়ালিয়র বিমানবন্দরেও দৃশ্যমানতা শূন্যে নেমে যাওয়ায় বিমান পরিষেবা বিঘ্নিত হচ্ছে। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী বেশ কয়েক দিন উত্তর ভারত জুড়ে ঘন কুয়াশার দাপট থাকবে। বিশেষ করে দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং হরিয়ানায়। তার সঙ্গে পাল্লা দিয়ে নামবে তাপমাত্রাও। ফলে দু’দিন ধরেই কুয়াশার দাপটে বিপর্যস্ত উত্তর ভারতের বিমান এবং ট্রেন পরিষেবা।
দিল্লিগামী ৫০টি দূরপাল্লার ট্রেন দেরিতে চলছে। তার মধ্যে রয়েছে নয়াদিল্লি বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনটি চার ঘণ্টা দেরিতে চলছে। ১৪ ঘণ্টা দেরিতে চলছে বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস। ভারতের আবহাওয়া ভবন জানিয়েছে, আগামী ৮ জানুয়ারি পর্যন্ত কুয়াশার দাপট চলবে দিল্লিতে। বৃষ্টি হতে পারে ৬ জানুয়ারি।