শীতে আলু ক্ষেতে নাবী ধ্বসা রোগ

0

শীতে আলু ক্ষেতে নাবী ধ্বসা রোগ

শীত আর ঘন কুয়াশায় নীলফামারীতে আলুর ক্ষেতে বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। নীলফামারী জেলার ৬টি উপজেলার বিভিন্ন মাঠে মাঠে আলুর গাছ আলুর মড়ক বা নাবী ধ্বসা রোগ দেখা দিয়েছে। পাতা ও কাণ্ড হলুদ হয়ে পচন ধরছে। 

নীলফামারী সদর উপজেলায় ৭ হাজার ৬শ’ ৫০ হেক্টর জমিতে আলু চাষ হয়ে থাকে। শীতের কারনে অনেক স্থানেই গাছের পাতা কুকড়ে নষ্ট হয়ে যাচ্ছে। জমিতে ছত্রাকনাশক স্প্রে করে কিছুটা প্রতিকার পেলেও কুয়াশা তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।

নীলফামারী উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ বলেন, এ বছর আলু ক্ষেতে নাবী ধ্বসা রোগ দেখা দিয়েছে সে বিষয়টি মাথায় রেখে কৃষি বিভাগ কাজ করছে। কৃষকদের সচেতন করার জন্য নানা পরামর্শ দেয়া হচ্ছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here