শীতের শুরুতে ঠোঁটের যত্ন

0
শীতের শুরুতে ঠোঁটের যত্ন

শীতের শুরু মানেই বাতাসে শুষ্কতা। এ সময় মুখের ত্বকের সঙ্গে ঠোঁটও হারায় আর্দ্রতা। ঠোঁট ফেটে যায়, রুক্ষ হয়ে পড়ে, কখনো কখনো ফেটে রক্তও বের হয়। তবে চিন্তার কিছু নেই, ঘরে থাকা অল্প কিছু প্রাকৃতিক উপাদানেই সম্ভব ঠোঁটকে নরম, আর্দ্র ও আকর্ষণীয় রাখতে।

আর্দ্রতা ফিরিয়ে আনুন প্রাকৃতিক উপায়ে

শীতকালে ঠোঁটের যত্ন শুরু করতে হয় ভেতর থেকে। দিনে পর্যাপ্ত পানি পান করলে শরীর ও ঠোঁট—দু’টিই থাকবে আর্দ্র। ঠোঁট বারবার জিভ দিয়ে ভেজানো থেকে বিরত থাকুন; এতে ঠোঁট আরও বেশি শুষ্ক হয়ে পড়ে।

 ঘরোয়া পদ্ধতিতে ঠোঁটের যত্ন

মধু: প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। রাতে ঘুমানোর আগে ঠোঁটে অল্প মধু লাগিয়ে রাখলে সকালে ঠোঁট থাকবে নরম ও আর্দ্র।

নারকেল তেল: শীতের রুক্ষতা দূর করে নারকেল তেল ঠোঁটের কোষকে পুষ্টি জোগায়।

চিনি-মধুর স্ক্রাব: সপ্তাহে দুই দিন চিনি ও মধু মিশিয়ে হালকা স্ক্রাব করলে মৃত কোষ দূর হয়ে ঠোঁট হবে মসৃণ ও উজ্জ্বল।

শসার রস: কালচে ভাব দূর করে ঠোঁটকে প্রাকৃতিক উজ্জ্বলতা দেয়।

শীতে ঠোঁটের যত্নে দামি প্রসাধনী নয়, দরকার নিয়মিত পরিচর্যা। অল্প একটু নিয়মিত যত্নই পারে ফাটা ঠোঁটের যন্ত্রণা থেকে মুক্তি দিতে। শীতের এই মৌসুমে মধু, তেল আর যত্নে ঠোঁটকে নরম ও সুস্থ রাখে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here